Logo

সারাদেশ

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে আন্দোলন ২ দিনের জন্য স্থগিত

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে আন্দোলন ২ দিনের জন্য স্থগিত

ছবি : বাংলাদেশের খবর

সর্বদলীয় সম্মিলিত কমিটি বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আন্দোলন দুই দিনের জন্য স্থগিত করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক জরুরি সভায় কমিটির কো-কনভেনর এম এ সালাম এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সরকারি ছুটির কারণে শুক্রবার ও শনিবার নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। রোববার থেকে আবারও ঘেরাও কর্মসূচি চলবে। এছাড়া আগামী সপ্তাহে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি শুরু করা হবে।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা নির্বাচন অফিস ঘেরাও করে রাখেন নেতাকর্মীরা। ডাকসু নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য মো. বেলাল হোসেন অপুও এই আন্দোলনে যোগ দেন।

তিনি বলেন, ‘চারটি আসন বাগেরহাটবাসীর যৌক্তিক দাবি। আশা করি নির্বাচন কমিশন এই আসন ফিরিয়ে দেবে। না দিলে আরও কঠোর আন্দোলন হবে।’

একই সময়ে হাইকোর্ট একটি রিট পিটিশনের প্রেক্ষিতে জানতে চেয়েছে, কেন বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে নির্দেশনা দেওয়া হবে না। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসনের প্রস্তাব দেয়। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে, যা স্থানীয়দের দাবিকে উপেক্ষা করেছে।

ChatGPT said:

চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাটের তিনটি সংসদীয় এলাকা হলো : বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।

শেখ আবু তালেব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্দোলন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর