Logo

সারাদেশ

বগুড়ায় রেলওয়ে কলোনিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪০

বগুড়ায় রেলওয়ে কলোনিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযানে গাঁজা, কেরু ও নগদ টাকাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া প্রেসক্লাবের দক্ষিণ পাশে অবস্থিত রেলওয়ে কলোনিতে অভিযান চালানো হয়। অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ী সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ১৭ বোতল কেরু এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ‘মাদক নির্মূলে চলমান এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর