বগুড়ায় চামড়ার লবণ দিয়ে ভেজাল বিট লবণ তৈরি, ১ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১
-68cc1c6309cf0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গরু ও ছাগলের চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত লবণ দিয়ে ভেজাল বিট লবণ তৈরি করা একটি কারখানার সন্ধান পেয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লবণ জব্দ করা হয় এবং কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে বাজারে অস্বাস্থ্যকর ও খাবার অযোগ্য বিট লবণ বিক্রি হচ্ছে। শিববাটি সেতুর কাছে ওই কারখানায় লবণটি গুঁড়ো করে রং মিশিয়ে বাজারজাত করা হতো।
অভিযানে ৬০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করা হয়। প্রতি কেজি ১০ টাকা মূল্যের এই লবণ গুঁড়ো করার পর প্রতি কেজি ২৫ টাকায় বিট লবণ হিসেবে বিক্রি করা হতো। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই লবণ ধ্বংস করা হয়েছে।
অভিযানের সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর বগুড়া শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জুয়েল হাসান/এআরএস