প্রধান শিক্ষকের সতর্ক চিঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে সহকারী শিক্ষিকা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬
-68cc1d82d2339.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জয়পুরহাট চিনিকলের কিল্ডার গার্টেন (কেজি) ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সতর্ক চিঠি পাওয়ার পর সহকারী শিক্ষিকা (আইসিটি) জাকিয়া সুলতানা অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সতর্ক চিঠিতে উল্লেখ করা হয়, জাকিয়া সুলতানা আইসিটি বিষয়ে অদক্ষ এবং অফিসিয়াল চিঠিপত্র তৈরি বা লিখতে পারছেন না। এছাড়া তাকে দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালন করেন না।
অসুস্থ হয়ে পড়া শিক্ষিকা জাকিয়া সুলতানা অভিযোগ করেন, ‘আমি আইসিটির শিক্ষক, কিন্তু আমার কাছ থেকে প্রশাসনিক সব কাজ করানো হয়। অথচ বলা হয় আমি কিছুই করি না। প্রধান শিক্ষক আমাকে নানাভাবে নির্যাতন করছেন।’
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক বলেন, ‘কম্পিউটার বিষয়ে তার দক্ষতা বৃদ্ধির জন্য ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সতর্ক চিঠি দেওয়া হয়েছে। আজ বিদ্যালয়ে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন, পরে অন্য শিক্ষকরা তাকে হাসপাতালে ভর্তি করেছেন।’
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান, এ বিষয়ে কোনো চিঠি তাঁর কাছে পৌঁছায়নি। চিঠি হাতে পেলে পরে সিদ্ধান্ত জানানো হবে।
মাহফুজ/এআরএস