কুষ্টিয়ায় ১০৯ টাকায় পুলিশে চাকরি, আনন্দে কাঁদলেন অনেকেই
 
						কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬
-(2)-68cccaf37214e.jpg) 
					ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল পদে ঘুষমুক্ত নিয়োগের নজির তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল- ঘুষ ছাড়া পুলিশে চাকরি পাওয়া যায় না। এবার সেই ধারণা ভেঙে মাত্র সরকারি ফি ১০৯ টাকা জমা দিয়ে ২৭ জন তরুণ-তরুণী যোগ দিয়েছেন বাংলাদেশ পুলিশে।
গত ২০ আগস্ট কুষ্টিয়ায় মাঠপর্যায়ের প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১ হাজার ২৭৩ জন প্রার্থী। তিন দিনব্যাপী পরীক্ষার পর প্রাথমিকভাবে নির্বাচিত হন ৩৪৭ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৩২৯ জন, উত্তীর্ণ হন ৫০ জন। এরপর ভাইভায় অংশ নেন ৪৮ জন। সবশেষে জেলার জন্য বরাদ্দ ২৭ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় একজন এবং বাকিদের মধ্যে ২৫ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
নতুন নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। কারও বাবা ভ্যানচালক, কারও বাবা কৃষক, আবার অনেকে দিনমজুর পরিবারের। ফল ঘোষণার পর তাদের পরিবারে আনন্দ ছড়িয়ে পড়ে। কেউ খুশির কান্নায় ভেঙে পড়েন, কেউবা স্বপ্নপূরণের আবেগে আপ্লুত হন।
এক নবনিযুক্ত কনস্টেবল বলেন, ‘আমাদের বাবা ভ্যান চালান, ঘুষ দেওয়ার সামর্থ্য নেই। আজ প্রমাণ হলো, যোগ্যতা দিয়ে ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পাওয়া যায়।’
অপর আরেকজন বলেন, ‘কে বলেছে পুলিশে ঘুষ ছাড়া চাকরি হয় না? আমরা প্রমাণ করব, যোগ্যতা থাকলে ঘুষ ছাড়াই সম্ভব।’
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘এবারের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এখানে ঘুষ, অনিয়ম কিংবা সুপারিশের কোনো সুযোগ ছিল না। যারা নির্বাচিত হয়েছেন, তারা সম্পূর্ণ নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে সততা ও যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরি অর্জন করা সম্ভব।’
- আকরামুজ্জামান আরিফ/এমআই


 
			