Logo

সারাদেশ

কুমিল্লায় ৪ মাজারে ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০

কুমিল্লায় ৪ মাজারে ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার হোমনায় ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে ২ হাজার ২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে মামলা করেছেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আসাদপুর এলাকায় ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন মহসিন নামে এক যুবক। এ বিষয় নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মহসিনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ ওইদিনই তাকে আটক করে এবং ইসলামী যুব সেনার হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়।

তবে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আসাদপুর এলাকায় বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে শত শত লোক জড়ো করে একযোগে কফিল উদ্দিন শাহ, হাওয়ালি শাহ, কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আসাদপুর এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুড়ে যাওয়া মাজারের সামনে গ্রেপ্তার মহসিনের মা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলেকে তো পুলিশের হাতে তুলে দিলাম। এরপরও কেন আমাদের মাজার ও বাড়িঘরে আগুন দেওয়া হলো? পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারলো না কেন? কোনো মালামাল রক্ষা করতে পারিনি, এক কাপড়ে জীবন নিয়ে পালিয়েছি।

ওসি রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়া যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। কিন্তু একদল উশৃঙ্খল মানুষ তারপরও মাইকে ঘোষণা দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে। এ ঘটনায় ২ হাজার ২০০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর