‘জনগণের আস্থা অর্জন ছাড়া রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়’

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

ভোলা-৩ নির্বাচনী এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : বাংলাদেশের খবর
জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা-৩ নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। তাই ১৭ বছর পর কাংখিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়। জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, যে পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণা নেই।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহসভাপতি গোলাম সরোয়ার, জাকির হোসেন মনু, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম, মাওলানা আ. হালিম জাহাঙ্গীর ও যুবদল আহ্বায়ক হাসান সাফা পিন্টু প্রমুখ।
মো. সোয়েব মেজবাহউদ্দিন/এমবি