সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
নিহত ব্যক্তির নাম শেজাউল ইসলাম ওরফে কালা (৩৫)। তিনি ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের বিরোধের জের ধরে সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব তালুকদারের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল মতিন গ্রুপের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে সংঘর্ষে রূপ নেয়।
-68cd54507f5d7.jpg)
এ সময় ঘটনাস্থলেই শেজাউল ইসলাম নিহত হন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- শুভ হাসান (২৫), মজিদ হোসেন (৩৫) ও তানিম (২২)।
জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- শাখাওত হোসেন, নুর আলম, ইমার হোসেন ও মো. অলী।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
মো. আব্দুল হালিম/এমবি

