Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রি, আটক ৩

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রি, আটক ৩

লক্ষ্মীপুরে ওষুধের দোকানের আড়ালে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরে ওষুধের দোকানের আড়ালে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর থানা রোড এলাকায় অভিযান চালিয়ে ‘জয় ফার্মা’ নামের ওষুধের দোকান ও দোকানের পেছনের বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও কর্মচারী শ্রী ধাম বাছার।

আটক কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী। তিনি পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তার ছেলে জয় সাহা একই এলাকার ও শ্রী ধাম বাছার চাঁদপুরের হাইমচর উপজেলার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বলেন, কিশোর কুমার সাহা দীর্ঘদিন ধরে থানা রোড এলাকায় তার ওষুধের দোকান ও বাড়ি থেকে অবৈধভাবে মদ বিক্রি করে আসছিলেন। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে।

মোস্তাফিজুর রহমান টিপু/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর