Logo

সারাদেশ

ভাঙ্গায় নদীতে অস্ত্র প্রদর্শন, যুবক গ্রেপ্তার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৯

ভাঙ্গায় নদীতে অস্ত্র প্রদর্শন, যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় অভিযান চালিয়ে সাইমন শরীফ (২১) নামে যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা হাবিবুর শরীফের ছেলে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত ১৭ সেপ্টেম্বর কুমার নদে নির্ধারিত নৌকাবাইচ অনুষ্ঠান না হলেও ওইদিন কয়েকজন কিশোর ও যুবক স্পিডবোটে করে নদীতে প্রবেশ করে। তারা রামদা ও চায়নিজ কুড়ালের মতো ধারালো দেশীয় অস্ত্র প্রদর্শন করে। যা স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়।

পরে মেজর সোহেলের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের একটি দল ও স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে। এতে সাইমন শরীফকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে একটি বড় রামদা, একটি ছুরি ও ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত রোল ফয়েল কাগজ উদ্ধার করা হয়। পরে ভোররাত ৪টার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

ইমরান মুন্সী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর