Logo

সারাদেশ

মেহেরপুরের সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩

মেহেরপুরের সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৮ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলার কাছে বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। 

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীন কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবউদ্দিন জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের কাছে আটক হন। পরে তাদের বিভিন্ন মেয়াদে দেওয়া সাজা ভোগ শেষে শুক্রবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা বিজিবিকে হস্তান্তর করে।

এদিকে ফেরত আসা ১৮ জনের তথ্য যাচাই-বাছাই শেষে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে তাদের। 

ফেরত আসা ব্যক্তিরা, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, নড়াইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, যশোর, মৌলভীবাজার এবং মাদারীপুর জেলার বাসিন্দা।

আকতারুজ্জামান/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ সীমান্ত ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর