কুমিল্লায় যুবককে বিদেশি কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩
বাংলাদেশের প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮
গ্রেপ্তার তিন যুবক
কুমিল্লায় চুরির অভিযোগে বিদেশি কুকুর লেলিয়ে এক যুবককে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বুড়িচং থানার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন— মো. আসমান আলী (২৮), মো. আতিকুল ইসলাম (২৫) ও মো. সেলিম মোল্লা (২৩)।
র্যাব জানায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে বুড়িচং থানার দেবপুর সাহাপাড়া এলাকায় স্থানীয় সাকু মিয়ার একটি কারখানায় এই নির্যাতনের ঘটনা ঘটে। চুরির অভিযোগে এক যুবককে আটক করে তার ওপর বিদেশি কুকুর লেলিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত কয়েকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
র্যাব আরও জানায়, ভিডিও বিশ্লেষণ করে জড়িত তিনজনকে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
আনোয়ার হোসাইন/এইচকে

