পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০-৩৫ জন যাত্রী আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০-৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. আরাফাত (২৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল হোসেনের ছেলে।
আহতদের মধ্যে আলী হায়দার (২৩), ইসমাইল (২৯), জালাল উদ্দীন (২৫), নুর বানু (১৮), মানিক (২৩), আলমগীর (২৩), প্রফেসর আহমদ কবির (৪৮), আসিফ (৩০), ইসফাকুল ইসলাম সৌরভ (১৯), নাছির উদ্দীন (৪৫), নাঈম উদ্দিন (২২), আলিফ (২২), সৌরভ (১৯), ছেনুয়ারা বেগম (৪৮), মনোয়ারা বেগম (৪০), লুৎফুরনেছা (৩৫), আকবর আলী (৪৪), শিশু নাবিল (১১ মাস), গিয়াস (১৮) ও ফারজানা আক্তারকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বাস নয়াহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক আরাফাত ঘটনাস্থলেই মারা যান। এতে অন্তত ৩০-৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে হাইওয়ে পুলিশের তৎপরতায় দুপুরের পর যান চলাচল স্বাভাবিক হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জসীম উদ্দীন জানান, নয়াহাট এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন গাড়িচালক নিহত হয়েছেন। এতে বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে।
ইমরান হোসেন মুন্না/এমবি

