Logo

সারাদেশ

এশিয়ান হাইওয়েতে মোটরসাইকেল ছিনতাইয়ের মূলহোতা গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৫

এশিয়ান হাইওয়েতে মোটরসাইকেল ছিনতাইয়ের মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে সংঘটিত মোটরসাইকেল ছিনতাইয়ের মূলহোতা লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে সংঘটিত মোটরসাইকেল ছিনতাইয়ের মূলহোতা লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুইটি ছিনতাই হওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ সার্কেল) মেহেদী ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাইকার জিসান ও ফয়সাল পূর্বাচলের তিনশ’ ফিট এলাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। রূপগঞ্জের কুশাবো এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা দুইটি মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী তাদের ধাক্কা দিয়ে থামায়। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাদের দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়।

সহকারী পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জিসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশের হাতে আসা ভিডিও ফুটেজের মাধ্যমে দুইদিন পর একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আধুনিক প্রযুক্তির সাহায্যে শুক্রবার বিকেলে গাজীপুরের বারেন্দা এলাকা থেকে ছিনতাই চক্রের প্রধান লিমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিনাইরচর সেতু এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল ও কুশাবো এলাকা থেকে হামলায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন স্বীকার করেছেন, তিনি পূর্বাচলের তিনশ’ ফিট সড়ক, রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় একটি সংঘবদ্ধ দলের নেতৃত্বে মোটরসাইকেল ছিনতাই করতেন।

গ্রেপ্তারকৃত লিমনকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এন বি আকাশ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছিনতাই গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর