Logo

সারাদেশ

নরসিংদীতে ‘আমাদের স্বপ্ন উদ্যোক্তা মেলা ২’ আয়োজিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৯

নরসিংদীতে ‘আমাদের স্বপ্ন উদ্যোক্তা মেলা ২’ আয়োজিত

ঘোড়াশাল পলাশ যৌথ উদ্যোক্তা গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আমাদের স্বপ্ন উদ্যোক্তা মেলা ২’। নরসিংদীর পলাশ বিআইডিসি মোড়ে লেটস গো রেস্টুরেন্টের পাশে শুক্রবার ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) দুইদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। 

মেলায় মোট ২২টি স্টলে ২৮ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিকেলের পর অনেক মানুষ মেলায় এসেছেন। 

স্থানীয়দের উৎসাহ ও আগ্রহে মেলাকে ঘিরে এক উৎসবের পরিবেশ তৈরি হয়। মেলায় আগত দর্শনার্থীরা বলেন, এ ধরনের মেলা ৫–৭ দিন ধরে আয়োজন করা হলে আরও বেশি মানুষ সংযুক্ত হতে পারবে।

মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক গ্রুপের এডমিন ও খাবার ঘর পেজের স্বত্বাধিকারী আইরিন পম্পি। সহযোগিতায় ছিলেন মডারেটর হাবীবুল্লা রাহাত। 

পম্পি জানিয়েছেন, দর্শক-উদ্যোক্তার উৎসাহ দেখে আমরা আগামীতে মেলার সময়কাল বাড়ানোর পরিকল্পনা করছি। এতে উদ্যোক্তারা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে। 

স্থানীয় উদ্যোক্তারা এই মেলাকে নিজেদের পণ্য ও সেবা মানুষের কাছে পরিচিত করার সুযোগ হিসেবে দেখছেন। তারা স্থানীয় জনগণ থেকে ব্যাপক সাড়া পেয়ে উচ্ছসিত।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উদ্যোক্তা মেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর