চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রেন হাইটেক সিটি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই যুবক ক্রসিং সিগন্যালের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানান। তবে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় নেয় এবং পরে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) যোবায়ের আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়। রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. দেলোয়ার হোসেন/এমবি