Logo

সারাদেশ

নোয়াখালী সরকারি হাসপাতালে ৭ দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Icon

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১

নোয়াখালী সরকারি হাসপাতালে ৭ দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ছবি : বাংলাদেশের খবর

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে বাইরে ও ভিতরে রোগীদের হয়রানি করা ৭ দালালকে জেলা প্রশাসন ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে আটক করেছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন এবং র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

জানা যায়, দীর্ঘদিন ধরে দালালরা সরকারি হাসপাতালে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে বা ভুল বোঝিয়ে বেসরকারি হাসপাতালে পাঠাত এবং হাসপাতাল থেকে বড় অংকের কমিশন নিত। গোয়েন্দা সহযোগিতায় হাসপাতালের বিভিন্ন স্থান থেকে দালালদের আটক করা হয়। পরে যাচাই বাছাই শেষে সাতজন দালালকে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে মিলন, হারুন ও সজিবকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রতনকে ৩০ দিনের কারাদণ্ড, আকরাম হোসেনকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা দেওয়া হয়। স্বপন এবং মাসুদকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাবের ইনচার্জ মিঠুন কুমার কুন্ডু জানান, দণ্ডপ্রাপ্ত দালালদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সরকারি হাসপাতালে সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

দ্বীপ আজাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর