Logo

সারাদেশ

পলাশে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪

পলাশে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

‘খেলাধুলা শুধু আনন্দ নয়, এটি জাতির মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম হাতিয়ার।’ এই বার্তা নিয়ে নরসিংদীর পলাশে রোববার (২১ সেপ্টেম্বর) পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান পিডিবি স্কুল ও রাবাণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এই মহতী উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরুর খান। সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি হাজী জাহিদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম রনি।

প্রধান অতিথি রাকীন মাশরুর খান বলেন, ‘এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রীড়া শুধু মানুষের শারীরিক ও মানসিক বিকাশই নয়, একটি সুন্দর সমাজ বিনির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স বলেন, ‘তরুণদের মাদক, অপসংস্কৃতি ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এই উদ্যোগকে আমি মানবিক দায়িত্ব হিসেবেই দেখি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, কার্যকরী সদস্য আসাদুল্লাহ মনা, ১, ২ ও ৩নং মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

শিক্ষার্থীরা জানান, এই ক্রীড়া সামগ্রী তাদের খেলাধুলায় আরও উৎসাহী করবে। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও ব্যতিক্রমী হিসেবে স্বাগত জানিয়েছেন।

বেলায়েত হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর