Logo

সারাদেশ

কয়রায় কারিগরি প্রশিক্ষণ ও নিয়োগদাতাদের সংলাপ অনুষ্ঠিত

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮

কয়রায় কারিগরি প্রশিক্ষণ ও নিয়োগদাতাদের সংলাপ অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কয়রায় কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে মানব কল্যাণ ইউনিটের হলরুমে প্রশিক্ষণ কার্যক্রম ও বাজারের চাহিদার মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করতে এই কর্মশালা আয়োজন করা হয়।

উন্নয়ন সংস্থা উত্তরণ হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে। এতে স্থানীয় কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রধান, নিয়োগদাতা, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।

কর্মশালায় চারটি মূল বিষয়ের ওপর আলোকপাত করা হয় : চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ডিজাইন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নিয়োগদাতাদের প্রত্যাশা পূরণ এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি।

অংশগ্রহণকারীরা বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হলে দক্ষ মানবসম্পদ তৈরি হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের মধ্যে নিয়মিত সংলাপের মাধ্যমে দক্ষতার অমিল দূর করা সম্ভব এবং এটি টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন এবং সঞ্চালনা করেন উত্তরণ এর এক্সেস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. ফয়সাল মন্ডল।

তরিকুল ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর