Logo

সারাদেশ

কালীগঞ্জে ফিলিপাইনের ‘ব্ল্যাক সুগার কেইন’ আখ চাষে সফল কৃষক

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭

কালীগঞ্জে ফিলিপাইনের ‘ব্ল্যাক সুগার কেইন’ আখ চাষে সফল কৃষক

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মাসুদ ভূঁইয়া পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ফিলিপাইনের ‘ব্ল্যাক সুগার কেইন’ জাতের আখ।

একেবারে প্রথমবারেই দেড় বিঘা জমিতে চাষ করে তিনি ব্যাপক সাড়া ফেলেছেন এবং আশানুরূপ ফলন পেয়েছেন। খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা, আর বিক্রির আশা করছেন ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।

ফিলিপাইনের এই আখ চিনি বা গুড় তৈরির জন্য নয়, বরং সরাসরি খাওয়ার উপযোগী। দেখতে কালো-খয়েরি হলেও খেতে মিষ্টি ও রসালো।দেশীয় আখের তুলনায় অনেক নরম হওয়ায় এটি সরাসরি চিবিয়ে খাওয়ার জন্য খুব জনপ্রিয়। মাসুদ জানান, একবার বীজ রোপণ করলে তিন-চার বছর ধরে ফলন পাওয়া যায়।

মাসুদ ভূঁইয়া বলেন, ‘আমি ইউটিউবে দেখে আগ্রহী হই। পরে টাঙ্গাইল থেকে কাটিং সংগ্রহ করে নিজ জমিতে লাগাই। স্থানীয় কৃষি অফিস থেকে নিয়মিত সহযোগিতা পেয়েছি। প্রথম বছর সব কিছু নতুন হওয়ায় খরচ বেশি হয়েছে, তবে আগামী বছর থেকে খরচ কমবে, লাভ বাড়বে।’

রামচন্দ্রপুর গ্রামের ষাটোর্ধ কৃষক নেহার উদ্দিন শেখ বলেন, ‘প্রথমে সন্দেহ ছিল এই আখ টিকবে কি না। এখন দেখি আখ লম্বা ও খেতেও ভালো। এলাকার ছোট-বড় সবাই কিনছে, এমনকি পাইকাররাও বাগান কিনতে চাচ্ছে।’

ত্রিশোর্ধ কৃষক সাজ্জাদ হোসেন বলেন, ‘মাসুদের আখ চাষ দেখে উৎসাহ পেয়েছি। আমি নিজেও তার কাছ থেকে কাটিং নিয়ে চাষ শুরু করেছি।’ একই কথা জানিয়েছেন সুমন পালোয়ান।

মাসুদের এই উদ্যোগ আশপাশের অনেক কৃষককে উৎসাহিত করেছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ বছর কালীগঞ্জে প্রায় ১ হেক্টর জমিতে এই আখ চাষ হয়েছে।

মোক্তারপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান রুবেল বলেন, ‘মাসুদ কৃষি অফিসের পরামর্শ নিয়ে কাজ করছেন। তার সফলতা দেখে অন্যরা উদ্বুদ্ধ হচ্ছেন।’

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, ‘নরম ও মিষ্টি এই আখের কিছু পোকামাকড়ের সমস্যা হয়, বিশেষ করে মাজরা পোকার। আমরা নিয়মিত তদারকি করছি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছি।’

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, ‘ফিলিপাইনের এই আখ চাষ করে মাসুদ লাভবান হয়েছেন। এতে খরচ কম, লাভ বেশি এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে। কৃষি অফিস থেকে তাকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

রফিক সরকার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর