পিরোজপুরে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩
ছবি : বাংলাদেশের খবর
বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানের আয়োজন করেছিল বিআরটিএ পিরোজপুর সার্কেল, সহযোগিতা করেছে জেলা প্রশাসন, পিরোজপুর।
এ সময় পিরোজপুর জেলার পাঁচজন ও ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তারা সড়ক দুর্ঘটনার কারণ ও তা কমিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি বলেন, ‘অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের আর্থিক সহায়তার বিষয়টি জানে না। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি।’
তিনি আরও জানান, সরকার দুর্ঘটনা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা সঠিকভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা হ্রাস পাবে।
এআরএস

