Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

আটক মাদক কারবারি। ছবি : বাংলাদেশের খবর

ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে (৭০০) পিস ইয়াবাসহ আটক করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের অপরাজেয় ৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্কের সামনে থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌর শহরের পূর্ব হাজীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি মোড়লহাট এলাকার মৃত জলিল উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রফিকুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গী থেকে ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ের দিকে রওনা হয়েছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় রফিকুলের গতিবিধি পর্যবেক্ষণ করে বিভিন্ন স্থানে অবস্থান নেন ডিবি সদস্যরা।

চালাকির আশ্রয় নিয়ে রফিকুল ইসলাম মূল সড়ক এড়িয়ে ঠাকুরগাঁও কলেজ রোড দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে অপরাজেয় ‘৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্কের সামনে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মুখোমুখি অবস্থান হলে, উভয় পক্ষের সদস্যরাই গাড়ি থেকে পড়ে যান।

তবুও, পুলিশের কৌশলী পদক্ষেপে শেষ পর্যন্ত রফিকুল ইসলাম ও তার এক সহযোগী পালাতে ব্যর্থ হন এবং সেখানেই তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাপক পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এসআই শাহরিয়ার সরকার বলেন, ‘রফিকুল ইসলাম একজন পরিচিত মাদক ব্যবসায়ী। আমরা আগেই নিশ্চিত হই যে, তিনি বালিয়াডাঙ্গী থেকে ইয়াবা নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছেন। সেই অনুযায়ী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসাই। পরবর্তীতে গোপন সূত্রে জানতে পারি, তিনি কলেজ রোড হয়ে শহরে ঢুকছেন। দ্রুত সেখানে পৌঁছে আমরা মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, ‘ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীরা ধরা পড়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

  • আবু সালেহ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর