Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় খাইরুল ইসলাম (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত খাইরুল চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়ি মাদরাসাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর খাইরুল কৌশলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত একটার দিকে শহরের সুমিরদিয়া এলাকার একটি আমবাগানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিম চিৎকার করলে খাইরুল তার মুখ চেপে ধরেন এবং ভয়-ভীতি দেখান। ভোরে পরিবারের সদস্যরা মেয়েটিকে মাদরাসার পেছনের বিল থেকে উদ্ধার করেন। পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

সদর থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু মামলাটি তদন্ত করে ২০২৪ সালের ২০ নভেম্বর খাইরুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে অভিযুক্ত ১৬৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ বিশ্লেষণের পর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দেন।

ফেরদৌস ওয়াহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর