ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও গ্রামে শিশু ইলিয়াস হত্যার প্রতিবাদে স্থানীয় মানুষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত ইলিয়াসের বাবা কালু গাজি, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান, দুলাল মণ্ডল, এফএম সুলতান আহম্মেদ ও আরেফিন সোহাগসহ স্থানীয় অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হত্যার মূল আসামি নাজমুল গ্রেপ্তার হলেও তার সহযোগী ও অন্যান্য আসামিরা এখনও ধরা পড়েনি।
বক্তারা পুলিশের গড়িমসি ও দেরি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু হত্যার মতো ভয়াবহ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ জনমনে আস্থা নষ্ট করছে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে শিশু ইলিয়াসকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। হত্যার পর লাশ গোপন করা হলেও পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ তা উদ্ধার করে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এআরএস

