হাতীবান্ধায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন ট্রাফিক সার্জেন্ট

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮
-68cfe3bab677f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের হাতীবান্ধা মেডিকেল মোড়ে ডিউটিরত অবস্থায় কুড়িয়ে পাওয়া ৪৪ হাজার টাকা মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন হাতীবান্ধা থানা পুলিশের সার্জেন্ট সোহাগ চৌধুরী।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবীর উপস্থিতিতে থানা কক্ষে টাকার মালিক আব্দুল হাকিমের হাতে টাকা হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
জানা যায়, রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্যবসায়িক কাজে যমুনা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছিলেন আব্দুল হাকিম। ব্যাংক থেকে বের হওয়ার পথে ভুলবশত তার ৪৪ হাজার টাকা পড়ে যায়। দায়িত্ব পালনের সময় পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী সেটি দেখতে পান এবং আশপাশের মানুষদেরকে প্রকৃত মালিককে খুঁজে দেওয়ার আহ্বান জানান। কিছুক্ষণ পর ব্যবসায়ী আব্দুল হাকিম খবর পেয়ে সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ওসির কক্ষে টাকা তার হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে আব্দুল হাকিম বলেন, ‘টাকা পড়ে যাওয়ায় খুব চিন্তিত ছিলাম। পুলিশ সার্জেন্ট সোহাগ ভাইয়ের কারণে টাকা ফিরে পেয়ে অনেক খুশি। আল্লাহ তাকে ভালো রাখুন।’
পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে টাকা দেখতে পেয়ে থানায় নিয়ে আসি। পরে প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ হলে তাকে হস্তান্তর করি। তিনি খুশি হয়েছেন।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, ‘পুলিশ সর্বদা জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে। সার্জেন্ট সোহাগ চৌধুরীর এই মানবিক কাজ বাংলাদেশ পুলিশের গর্ব।’
রাহেবুল ইসলাম টিটুল/এআরএস