Logo

সারাদেশ

রাজাপুরে বিষ প্রয়োগে মাছ নিধন, ১০ লাখ টাকার ক্ষতি

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩

রাজাপুরে বিষ প্রয়োগে মাছ নিধন, ১০ লাখ টাকার ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির রাজাপুরে আবারও ঘটেছে মৎস্য সম্পদ ধ্বংসের ঘটনা। উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে সাজু হাওলাদারের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজু হাওলাদারের জলাশয়ে নিজের একটি মাছের ঘের রয়েছে। সেখানে তিনি রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। দুর্বৃত্তরা ঘেরে বিষ ঢেলে দিলে রোববার সকালে পানির উপর ভেসে ওঠে অসংখ্য মৃত মাছ।

ক্ষতিগ্রস্ত সাজু হাওলাদার জানান, ‘বছরের পর বছর ধরে এই ঘেরে মাছ চাষ করে আসছি। এই মৌসুমে প্রায় ১০ লাখ টাকার মাছ বিক্রির আশা ছিল। রাতের অন্ধকারে কারা যে বিষ দিয়েছে, সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে পড়েছি।’

স্থানীয় মনিরুজ্জামান পনির বলেন, ‘এ ধরনের ন্যাক্কারজনক কাজ করা যায় না। জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল ভীড় করেছেন। তাদের ধারণা, প্রতিহিংসা বা পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রহিম রেজা/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর