Logo

সারাদেশ

ডিমলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক ও গণযোগাযোগ

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮

ডিমলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক ও গণযোগাযোগ

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর ডিমলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক ও গণযোগাযোগ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বালাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই বৈঠক আয়োজন করা হয়।

নীলফামারী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লুৎফুল কবির চৌধুরী বলেন, ‘এই এলাকার কৃতি সন্তান ও এক আসনের মনোনয়নপ্রার্থী আমাদের তুহিন ভাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে। সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি অভুতপুর্ব উন্নয়ন করেছেন। ফের দল ক্ষমতায় এলে ডোমার-ডিমলাকে শতভাগ উন্নয়ন করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই এলাকায় তেমন উন্নয়ন হয়নি। আগামী নির্বাচনে তুহিন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে ডোমার-ডিমলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’

বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আকিক চৌধুরী বৈঠকে বক্তব্য দেন। এছাড়া নিজ বাড়িতে সুন্দরখাতা চৌধুরীর আয়োজনেও ধানের শীষে ভোট চেয়ে সভা অনুষ্ঠিত হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর