Logo

সারাদেশ

রূপগঞ্জে মহানবীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

রূপগঞ্জে মহানবীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রীতম দাস (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানায়, শনিবার রাতে প্রীতম দাস ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রীতম দাস তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই তাপস কুণ্ড বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন মন্তব্য করায় প্রীতম দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর