Logo

সারাদেশ

সরিষাবাড়ীতে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮

সরিষাবাড়ীতে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরের সরিষাবাড়ীতে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হাবিবুর রহমান (৩৫) পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, তাড়িয়াপাড়া মন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরি করা হয়েছিল। রাতে মন্দিরে ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। সকালে মন্দির কমিটির সদস্যরা বিষয়টি দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। কেন তিনি এ ভাঙচুর করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর