বিস্ফোরণ মামলায় যুবদল নেতা কারাগারে, মদনে ছাত্রদলের বিক্ষোভ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯
ছবি : বাংলাদেশের খবর
নেত্রকোনার মদনে বিস্ফোরণ মামলায় যুবদল নেতা শরীফুল আলম মাসুমকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
শরীফুল আলম মাসুম তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য।
২০১২ সালে আওয়ামী লীগ সরকারের বিরোধী আন্দোলনে অংশ নিয়ে বনানী থানার বিস্ফোরণ মামলায় তিনি আসামি হন। ওই মামলায় ২০২৩ সালে আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর প্রতিবাদে মদনে কলেজ ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল হয়।
মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমান উল্লাহ সায়েম, পৌর যুবদল সভাপতি শফিউল ইসলাম শফিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান শাহরিয়ার স্বজল, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া, সাবেক সদস্যসচিব সায়মন আকন্দ লিমন, মদন ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবুল কালাম, কলেজ ছাত্রদল সভাপতি সৈয়দ মিঠু মিয়া, সাধারণ সম্পাদক আবির মাহমুদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এআরএস


