আলফাডাঙ্গায় নাবিক ঐক্যের সভাপতির ছবি এডিট করে অপপ্রচার, থানায় জিডি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮
-(24)-68d00b9c0cd88.jpg)
ছবি : সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নাবিক ঐক্য যুবসমাজের সভাপতি হিটলার রহমানের ছবি এডিট করে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) ভুক্তভোগী হিটলার রহমান তার বর্তমান কর্মস্থল চট্টগ্রামের পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হিটলার রহমান আলফাডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কুসুমদি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দেশের নাবিকদের অধিকার আদায়-সংগ্রামের একজন অগ্র সৈনিক হিসেবে পরিচিত।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর রাজবাড়ী পৌর এলাকায় ২১০০ পিস ইয়াবাসহ ওই এলাকার মো. আসিফ মিয়া ওরফে হাসু (৩২) ও মো. ফারুক শেখ (৩৪) নামে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়। এরপর ওই বিষয়টি নিয়ে অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্ট সংবাদ প্রচার করে। কিন্তু সম্প্রতি কে বা কাহারা ঢাকা পোস্টের সংবাদ থেকে সেই ছবি সংগ্রহ করে হিটলার রহমানের মুখমণ্ডল এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে তাকে হেয়প্রতিপন্ন করছে।
ভুক্তভোগী হিটলার রহমান জানান, তার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক কাহিনি সাজিয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। পারিবারিক ও সামাজিকভাবে তার সম্মানের মানহানি করার লক্ষ্যেই চক্রটি এ ধরনের নোংরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এতে তার অর্জিত সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে এ ধরনের অপপ্রচারে সবাই যেন বিভ্রান্ত না হয় সেজন্য অনুরোধ জানান।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করা হয়েছে বলে হিটলার রহমান নামে এক ব্যক্তি থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
- রাকিবুল মিয়া/এমআই