Logo

সারাদেশ

পটিয়ায় প্রবাসী হত্যায় বিএনপি নেতা গ্রেপ্তার

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২

পটিয়ায় প্রবাসী হত্যায় বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী মামুন খুনের ঘটনায় বিএনপি নেতা আইয়ুব আলী বুইন্যা (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া দরগাহভিটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইয়ুব আলী মৃত ছৈয়দ মেম্বারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা ফাহিমের বাবা।

পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, ‘মামুন হত্যা মামলায় আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলামপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ফাহিম ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী মামুনকে আঘাত করে গুরুতর আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত মামুন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামের আবুল বশরের ছেলে। তার স্ত্রী ও সাত মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী আখি আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ফাহিমকে প্রধান আসামি করে তার দুই ভাই রানা ও ফারহান এবং বাবা আইয়ুব আলীসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে এলাকায় অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে তাকে আইনের আওতায় আনা যায়নি।

ইমরান হোসেন মুন্না/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর