কুমিল্লায় ঝটিকা মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা সদর দক্ষিণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মীর ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লা আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, নিষিদ্ধ সহযোগী সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী।
এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ী বাতাবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। মিছিলের পরপরই অভিযানে নামে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। রাতভর থানা এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ নেতাকর্মীকে আটক করা হয়।
রোববার সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০–৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে এই মামলায় ২০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সোহাগ/এআরএস

