নীলফামারীতে ৫০ ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭
-68d014bda7521.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৭ পরিবারের ৫০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার ঘটনার তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল ইসলামের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের ১৭ পরিবারের ঘরসহ ঘরে রাখা ধান, চাল, পেঁয়াজ, রসুন, পাট এবং আসবাবপত্রও পুড়ে যায়।
খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার বলেন, আগুনের কারণে ১৭ পরিবারের প্রায় ৫০–৫১টি ঘরে ধান, চাল ও পাটসহ প্রাথমিকভাবে ৩৫–৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তৈয়ব আলী সরকার/এআরএস