Logo

সারাদেশ

৮০টি হিন্দু পরিবারের জামায়াতে যোগদান নিয়ে ধোঁয়াশা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮

৮০টি হিন্দু পরিবারের জামায়াতে যোগদান নিয়ে ধোঁয়াশা

ছবি : বাংলাদেশের খবর

৮০ হিন্দু পরিবারের জামায়াতে যোগদানের ঘটনায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্থানীয় হিন্দু নেতার দাবি, ঘটনাটি মিথ্যা, অন্যদিকে জামায়াতের পক্ষের বক্তব্য, রাজনৈতিক চাপে পড়ে হিন্দু নেতা বক্তব্য পরিবর্তন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভান্ডারীপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের তিনটি সামাজিক দলের নেতাসহ ৮০টি পরিবার উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমানের উপস্থিতিতে দলটিতে যোগ দেন—এ খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে ভাইরাল হয়।

কিন্তু ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ভান্ডারীপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের সামাজিক নেতার একজন বিকাশ বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেছেন, “জামায়াতের নেতারা আমাদের সঙ্গে ভোট ও পূজামণ্ডপ সংক্রান্ত আলোচনা করতে মন্দিরে এসেছিলেন। ৮০টি পরিবারের যোগদানের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি নিজেই দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে জড়িত। অন্য কেউ এই সঙ্গে যুক্ত নয়।”

অপরদিকে জামায়াতের নিত্যানন্দপুর ইউনিয়ন আমির মো. মহিউদ্দিন দাবি করেছেন, বিকাশ বিশ্বাস প্রায় ৯০-এর দশক থেকে জামায়াতের সঙ্গে যুক্ত। তিনি আমাদের নেতাদের আমন্ত্রণ জানালে আমরা মন্দিরে গিয়েছিলাম। সেখানে রাজনৈতিক আলোচনার মাধ্যমে কিছু মানুষ আমাদের দলে যোগ দিয়েছেন। 

‘এখন বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। ভিডিও আমাদের কাছে সংরক্ষিত আছে। অন্য রাজনৈতিক দলের চাপের কারণে নেতারা হয়ত বক্তব্য পরিবর্তন করতে পারেন,’ তিনি বলেন।

শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমানও বলেছেন, ‘নির্বাচনী কার্যক্রমের উদ্দেশ্যে ভান্ডারীপাড়া গ্রামে সামাজিক নেতাদের আমন্ত্রণে আমরা মন্দিরে যাই। সেখানে কিছু মানুষ আমাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে যে পরিমাণ লোক ছিল, তার সঠিক হিসাব নেই। ঘটনাটি মিথ্যা নয়।’

  • এম বুরহান উদ্দীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর