Logo

সারাদেশ

ধামরাইয়ে পিকআপভ্যান পুকুরে, নিহত ২

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯

ধামরাইয়ে পিকআপভ্যান পুকুরে, নিহত ২

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধামরাইয়ের পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের দেপাশাই কারাবিল গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে পিকআপ চালক মনির হোসেন (৩৫) ও চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে সাভারের জামগড়া এলাকা থেকে মুরগির খাদ্যভর্তি একটি পিকআপভ্যান ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে বাড়ি ফিরছিল। পথে কান্দাপটল এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তার সহযোগী নিহত হন। আহত অপর দুইজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাতেই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর