সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫০

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের সলঙ্গায় ৭৫ গ্রাম হেরোইনসহ লুনা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ সদর কম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার লুনা বেগম রাজশাহী জেলার দামকুড়া থানার মুড়ালীপুর গ্রামের মো. পিয়ারুল ইসলামের মেয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে র্যাব-১২ এর একটি অভিযানিক দল সলঙ্গা থানাধীন রামারচর রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান চালায়। এ সময় লুনা বেগমকে ৭৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হেরোইন ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ২১০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফিরোজ আল আমিন/এমবি