Logo

সারাদেশ

আশুলিয়ায় ১২ মামলার আসামিসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৬

আশুলিয়ায় ১২ মামলার আসামিসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অন্তত ১২ মামলার আসামিসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অন্তত ১২ মামলার আসামিসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. রিয়াজ উদ্দিন (৩৫) ও বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে মো. সবুজ (৪১)। তিনি আশুলিয়ার নবীনগর কুরগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুরগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অবস্থায় রিয়াজ ও সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি জালাল উদ্দিন জানান, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকসহ অন্তত ১২টি মামলা রয়েছে, যার মধ্যে ৯টিই মাদক মামলা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, মো. রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আশুলিয়া থানায় ৯টি মাদক মামলাসহ অন্তত ১২টি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

হাসান ভুইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর