পিআর পদ্ধতিতে নির্বাচন হলে লুটেরাজের অবসান হবে : জামায়াত প্রার্থী আমজাদ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন। ছবি : বাংলাদেশের খবর
‘পিআর পদ্ধতি চালু হলে জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত হবে, আর লুটেরাজের অবসান ঘটবে’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঘোড়াশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বালুচরপাড়া কিশলয় কিন্ডারগার্টেন মাঠে দাঁড়িপাল্লা সমর্থক ফোরামের উদ্যোগে আয়োজিত সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমজাদ হোসেন বলেন, ‘বিশ্বের ১৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের দেশেও এ প্রক্রিয়া চালু হলে প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পাড়া-মহল্লায় যারা লুটপাটের রাজনীতি তৈরি করেছেন তারা আর বিনিয়োগ করবে না, এতে লুটেরাজ বন্ধ হবে।’
তিনি আরও বলেন, ‘পিআর ব্যবস্থায় একজন এমপি আর স্থানীয় সরকারের মেম্বারের কাজ করতে পারবেন না। এমপির দায়িত্ব এমপিকেই পালন করতে হবে, মেম্বারের কাজ মেম্বারকেই করতে হবে। এতে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং সুশাসন নিশ্চিত হবে।’
সভায় সভাপতিত্ব করেন ঘোড়াশাল পৌর জামায়াতের আমির অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাইদুজ্জামান, পলাশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাসুদ করিম, সাবেক আমির মাওলানা মোজাম্মেল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি কামাল হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন ও সহসেক্রেটারি মাওলানা মোকসেদুর রহমান।
সভায় এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মো. বেলায়েত হোসেন/এমবি