Logo

সারাদেশ

বরিশালে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২

বরিশালে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়াগতির বাস চাপায় মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত কাদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বরিশালগামী মোটরসাইকেল চালক বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

  • এস এম মিজান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর