বগুড়ায় সরকারি চাল জব্দের ঘটনায় নারী ডিলারের বিরুদ্ধে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫
-(36)-68d11f7734e68.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের চেষ্টা এবং অবৈধভাবে গুদামে মজুত রাখায় ১২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা সদর এলাকার এক নারী ডিলার শাহিদা বেগমের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী ভোক্তাদের ১৫ টাকা কেজিতে চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের সময় ডিলার শাহিদা বেগম দুইটি অটোরিক্সা ভ্যানে চাল পাচারের চেষ্টা করেন। তখন স্থানীয়রা আদমদীঘি হাসপাতালের সামনে ৩৪ বস্তা চাল আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা চালগুলো জব্দ করেন।
এরপর আদমদীঘি পশ্চিম বাজারের তালুকদার কমপ্লেক্সে ডিলারের ভাড়া গুদাম তল্লাশি করে আরও ৫১ বস্তা সরকারি চাল এবং ৩৫ বস্তা খোলা চাল জব্দ করা হয়। মোট জব্দ চালের পরিমাণ ১২০ বস্তা, যা ৫,৮৩০ কেজি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ডিলার ভোক্তাদের চাল না দিয়ে পাচারের চেষ্টা এবং গুদামে বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুত রেখেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
- রাকিবুল হাসান/এমআই