টেকনাফের গহিন পাহাড়ে জিম্মি ৮৪ জন উদ্ধার, অস্ত্রসহ আটক ৩
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৪
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফের রাজার ছড়া এলাকার গহিন পাহাড়ে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্যে জড়ো করা ৮৪ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে। এ সময় অস্ত্র ও গুলিসহ ৩ মানব পাচারকারীকে আটক করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে (টেকনাফ-২ বিজিবি) এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।
 (39)-68d1246d1fe97.jpg)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে রোববার (২১ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ২৬ ঘণ্টা টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের কচ্ছপিয়া, বড়ডেইল, করাচি পাড়া ও রাজার ছড়ার গহিন পাহাড়ে অভিযান চালানো হয়। অভিযানে মানব পাচারকারী দলের আস্তানা থেকে ৮৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে ৬৬ জন রোহিঙ্গা নাগরিক ও ১৮ জন বাংলাদেশি। এ সময় দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ পাচারকারী দলের ৩ সদস্যকে আটক করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
সংবাদ সম্মেলনে (টেকনাফ ২বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশিকুর রহমানসহ বিজিবি ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ইব্রাহীম মাহমুদ/এমআই

