Logo

সারাদেশ

কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক পণ্ড

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১

কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক পণ্ড

ছবি : বাংলাদেশের খবর

কেন্দ্র ঘোষিত "রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা- তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা" শিরোনামে এই বৈঠকের আয়োজন করেছিল সংগঠনটির কি‌শোরগঞ্জ জেলা শাখা।

সোমবার (২২ সে‌প্টেম্বর) বেলা ১১টায় জেলা শহরের একটি রেস্তোরাঁর পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে তা পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি হয়নি। 

হেযবুত তওহীদ সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনুষ্ঠান সম্পর্কে ব‌্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছিল। 

সোমবার গোলটেবিল বৈঠক শুরু হওয়ার পর বেলা সোয়া ১১ টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল।

এ সময় কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি সোহানুর রহমান হিমসেলের সভাপতিত্বে অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহফুজুর রহমান মাহফুজ, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, ঢাকা দক্ষিণ সভাপতি তসলিম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলার নারী সম্পাদক সাথী আক্তার কলি। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে এসে বৈঠকের অনুমতি নেই বলে বাধা দেন। ফলে হেযবুত তওহীদের নেতাকর্মীরা বৈঠক করতে পারেননি। পরে সংগঠনের লিফলেট বিতরণ করে উপস্থিতিদের বিদায় দেওয়া হয়।

এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মাহফুজুর রহমান মাহফুজ বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আমরাও আমাদের প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজের কাছে দিয়েছি। এই প্রস্তাবনা বিষয়েই আমরা সারাদেশে আলোচনা সভা ও বৈঠক করে যাচ্ছি। কোথাও কোনো বাধা দেওয়া হয়নি। কিশোরগঞ্জে আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়াটা দুঃখজনক।’

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘তারা এই অনুষ্ঠান করার জন্য প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। এজন্য আমরা তাদের অনুষ্ঠান বন্ধ করেছি।’

  • আব্দুর রউফ ভূঁইয়া/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর