Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লি থানার ১৮ নং শুখারপুকুরি ইউনিয়নের কার্তিকতলা বাজার এলাকায় নদীতে গোসল করতে নেমে ১৩ বছর বয়সী আরাফাত মর্মান্তিকভাবে মারা গেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কিশোর মো. তালেব মন্ডলের ছোট ছেলে। তালেব মন্ডল কার্তিকতলা বাজারে মুদির দোকান চালান।

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করতে নদীতে নামে আরাফাত। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভূল্লি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা নিহতের মৃত্যুতে আহাজারি করেন।

ভূল্লি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর