Logo

সারাদেশ

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উপহার প্রদান

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৫

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উপহার প্রদান

ছবি : বাংলাদেশের খবর

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা'কে সামনে রেখে খাগড়াছড়ি সেনা রিজিয়ন দুর্গাপূজা উদযাপন কমিটিদের পূজার উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নে সম্মেলন কক্ষে ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ উপস্থিত থেকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন উদযাপিত দুর্গাপূজা মন্দির কর্তৃপক্ষ প্রতিনিধিদের হাতে পূজার উপহার তুলে দেন।

এসময় তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গা উৎসব আপনারা যাতে সুষ্ঠু সুন্দর নির্বিঘ্নে উপযাপন করতে পারে সেদিকে আমাদের সর্বাত্ত্বক সহযোগিতা থাকবে। সাদা পোশাকে বিভিন্ন মন্দিরে আমাদের টহল টিম থাকবে। যাতে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। পাহাড়ের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ বিভিন্ন পূজামণ্ডপ উদযাপন কমিটির প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ছোটন বিশ্বাস/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর