ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে জুলাইযোদ্ধাদের ঝাড়ু মিছিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে সোনাগাজীতে ঝাড়ুমিছিল করেছে জুলাইযোদ্ধারা।
সোমবার (২২ সেপ্টেম্বর) মিছিলটি সোনাগাজী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা মো. এনায়েত উল্লাহ, জুলাইযোদ্ধা ও সোনাগাজী কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট এবং জুলাইযোদ্ধা ও চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক আরিফ মিয়াজি।
বিক্ষোভ সমাবেশে সোনাগাজী পৌরসভা ছাত্রদলের সভাপতি রহমতুল্লাহ সাহিন, সোনাগাজী কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সারওয়ার হোসেন আবিদ, পৌরসভা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সজিবসহ শতাধিক নেতাকর্মী ও কয়েকজন জুলাইযোদ্ধা উপস্থিত ছিলেন।
জুলাইযোদ্ধা মো. এনায়েত উল্লাহ তার বক্তব্যে বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমি ফেনীর রাজপথে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডার বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলাম। ৪ আগস্ট ফেনীর মহিপালে আমার ওপর বর্বরোচিত হামলা চালানো হয়; আমার শরীরের ১৭টি স্থানে গুলি ও স্পিন্টারের আঘাত লাগে। আমি গুরুতর জখম হই এবং দীর্ঘদিন চিকিৎসা নিই। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন আমাকে ও অন্যান্য জুলাইযোদ্ধাদের অবমাননা করে বক্তব্য দিয়েছেন, অথচ তার আগে ও পরে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজনের সঙ্গে আঁতাত করেছিলেন।’
এমরান পাটোয়ারী/এআরএস

