নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে, যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়কে প্রাইভেটকার শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে রাজিব হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রাজিব পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জিরতলী ইউনিয়নের কাজী নগর সর্দার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব জিরতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাজিব তার একজন পরিচিত ব্যক্তির প্রাইভেটকার নিয়ে নিজে নিজে ড্রাইভিং করছিলেন। গাড়ি চালানোর সময় সড়কের পাশের কাজী নগর এলাকার অংশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়েন। পরে স্থানীয়রা ডুবন্ত গাড়ি থেকে তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিব পেশায় সিএনজি চালক ছিলেন। তার পরিবার জানিয়েছে, রাজিবের ইচ্ছে ছিল প্রাইভেটকার চালানো, তাই নিজে নিজে প্রশিক্ষণ নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এআরএস

