Logo

সারাদেশ

সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে রোগীদের দুর্ভোগ

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে রোগীদের দুর্ভোগ

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে বিভাগে রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। আল্ট্রাসনোগ্রাফির বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় বহু রোগী প্রতিদিন হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

অপরদিকে হাসপাতালের এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল থাকায় কার্যত এই সেবাটিও বন্ধ রয়েছে। প্রয়োজনীয় ডাক্তার ও যন্ত্রপাতির ঘাটতিতে প্রতিদিন অসংখ্য রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা গেছে, হাসপাতালে স্থায়ী আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় বর্তমানে অন্য বিভাগের চিকিৎসকের মাধ্যমে সীমিত আকারে সপ্তাহে মাত্র তিন দিন আল্ট্রাসনোগ্রাফি করা হচ্ছে। এর ফলে রোগীদের অনেকেই সেবা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে বেশি খরচে পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে এক্স-রে মেশিনটিও দীর্ঘদিন ধরে ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে রোগীরা এক্স-রে করাতে গিয়ে বিপাকে পড়ছেন।

ভুক্তভোগীরা জানান, সরকারি হাসপাতালে সেবা না পেয়ে তারা বাধ্য হয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে করাচ্ছেন। উচ্চমূল্যের কারণে দরিদ্র পরিবারের রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ বলেন, আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ না থাকায় বর্তমানে অন্য বিভাগের একজন চিকিৎসক দিয়ে ১০ জন করে রোগী সপ্তাহে ৩ দিন আল্ট্রাসনোগ্রাম করা হচ্ছে।

  • মো. মাসুদ রানা/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর