Logo

সারাদেশ

শহীদ তিতুমীর একাডেমির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

শহীদ তিতুমীর একাডেমির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর একাডেমি সোমবার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির এবং বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথি রাহসিন কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। ধুমপান ও মাদক থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং কেউ প্রতিষ্ঠানের পরিবেশ ভাঙলে ৯৯৯-এ জানাতে হবে। মাদক সমাজের জন্য মারাত্মক, তাই এর প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন, তিতুমীরের বাঁশের কেল্লার ইতিহাস শিক্ষার্থীদের পথপ্রদর্শক হতে পারে। তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে দেশে ফ্যাসিস্ট শাসন শেষ হয়েছে এবং শিক্ষার্থীরা দেশের ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসবে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ তিতুমীর একাডেমির প্রতিষ্ঠাতা সফি উদ্দিন আহমেদ বাদল সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া অধ্যক্ষ শফিউদ্দিন আহামদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খান, শিক্ষাবিদ ও স্থানীয় ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর