আহ্বায়ক ‘ন্যারো মাইন্ডেড’ অভিযোগ তুলে বাগছাস সংগঠকের পদত্যাগ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১
-68d13d0a8d0aa.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মৌলভীবাজার জেলা শাখার সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্রনেতা আব্দুস সোপান ছামি। পদত্যাগের কারণ হিসেবে তিনি জেলা আহ্বায়ক ফাহিম আহমেদ জনির বিরুদ্ধে ‘ন্যারো মাইন্ডেড’ মানসিকতার অভিযোগ তুলেছেন।
ছামি সোমবার (২২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক একাউন্টে পদত্যাগের বিষয়টি জানিয়ে লিখেছেন, ‘আজ থেকে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলাম। অনেক চিন্তাভাবনার পর দেখেছি সঠিক মানুষের জন্য রাজনীতি কখনো সম্ভব হয় না।’ পরে বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রও জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, মৌলভীবাজার জেলা বিষয় নিয়ে তার সিনিয়র-জুনিয়রের সঙ্গে সাংগঠনিক মতের মিল নেই এবং ন্যারো মাইন্ডেড ব্যক্তির সঙ্গে রাজনীতি করতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে বাগছাসের মৌলভীবাজার জেলা আহ্বায়ক ফাহিম আহমেদ বলেন, ‘তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা সাংগঠনিক সমস্যা নেই। কেউ যদি অভিযোগ করে, উচিত ছিল প্রমাণসহ উপস্থাপন করা। কমিটির কারো সঙ্গে আলোচনা না করে অযথা অভিযোগ দিয়ে পদত্যাগ করেছেন।’
শাহরিয়ার খান সাকিব/এআরএস